উনিশেই প্রথম শ্রেণির ক্যারিয়ারের টানলো ইতি

মাথাভাঙ্গা মনিটর: ইয়র্কশায়ারের হয়ে ১৫ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলো তার। অসম্ভব প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিতিটাও ছড়িয়ে পড়েছিলো বার্নি গিবসনের। কেবল ক্রিকেটীয় প্রতিভার বিবেচনাতেই নিজের স্কুল থেকে বারবার পেতেন ছাড়। সেই গিবসনই কিনা মাত্র ১৯ বছর বয়সেই ছেড়ে দিলেন ক্রিকেট! পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ‘অবসরে’ যাওয়া কনিষ্ঠতম ক্রিকেটার এ গিবসন। ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তিনি খেলেছেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ। ২০১১ সালে অভিষেকের পর ইয়র্কশায়ার অ্যাকাডেমির হয়েই চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন। কিন্তু হঠাৎই পরিবর্তিত তার লক্ষ্য। নাহ্‌, ক্রিকেটার নয়, এ মুহূর্তে তার লক্ষ্য আর দশজন সাধারণ মানুষের মতোই জীবন। আপাতত পড়াশোনাটা শেষ করবেন, পরে বেছে নেবেন নির্ঝঞ্ঝাট এক জীবন।