শাহজালালে ১০ কেজি সোনাসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টার: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে শুল্ক বিভাগ। গতকাল রোববার দুপুরে এগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- আবদুল হালিম, বেলাল উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ আনোয়ার। শুল্ক বিভাগের সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। ওই চারজন চট্টগ্রাম থেকে বিমানে উঠেছিলেন। বেলা পৌনে তিনটার দিকে বিমানটি ঢাকার বিমানবন্দরে নামে। টার্মিনালে তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি সোনা পাওয়া যায়।

Leave a comment