কালবোশেখি ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : রাজশাহীতে ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার: হঠাৎ কালবোশেখি ঝড়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বগুড়াতেই মারা গেছেন ১৯ জন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এর আগে শনিবার রাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ৩১ জনের মধ্যে ঢাকায় ২ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ৩ জন, রাজশাহীতে ৪ জন, পাবনা, নওগাঁ ও নাটোরে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় দু শতাধিক। রাজধানীতে সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে হানিফ শেখ এবং জাহাঙ্গীর আলম নামের দুজনের মৃত্যু হয়। রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সাথে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখের মৃত্যু হয়। তিনি নৌকার মাঝি ছিলেন। এদিকে রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় জাহাঙ্গীর আলম মারা যান। কালবোশেখির আঘাতে রাজশাহীর বিভিন্ন উপজেলা ৩১ হাজার ৯৩৬টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ২ হাজার ৫৩৩ হেক্টর জমির। রাজশাহী জেলা ত্রাস ও পুনর্বাসন অফিস এ তথ্য জানিয়েছে। ক্ষয়-ক্ষতির পুরোপুরি নিরুপণের পর ক্ষতির পরিমাণ আরো বেশি হবে বলে আশঙ্কা করছেন  কর্মকর্তারা। কালবোশেখি তাণ্ডবে রাজশাহীর অনেক এলাকা দুর্যোগের রূপ নিয়েছে।