বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী (কু.ছা. আ.) সাহেবের বেছালত দিবস আগামী ১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাকেরপার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর নির্দেশক্রমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যেকটি ইউনিয়নে ৩ এপ্রিল থেকে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরিফের দাওয়াতের লক্ষ্যে একযোগে জাকেরপার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানী পাকদরবার শরিফ থেকে ৭৫টি মিশন বের হয়েছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা মিশনে মিশন প্রধান হিসেবে জাকেরপার্টির যুগ্ম মহাসচিব কুষ্টিয়া সাংগঠনিক বিভাগের সভাপতি মো. আব্দুল লতিফ খাঁন যুবরাজসহ মিশন প্রধান কুষ্টিয়া সাংগঠনিক বিভাগের সিনিয়ির সহসভাপতি সুলতান আহমেদ, সহমিশন প্রধান চুয়াডাঙ্গা জেলা জাকেরপার্টি সভাপতি হাজি গোলাম মোস্তফা খান, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানসহ সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিশন সদস্য হিসেবে প্রত্যেক ইউনিয়নে যাত্রা শুরু করেছেন। গত ৩ এপ্রিল দামুড়হুদা জুড়ানপুর ও কুড়ুলগাছি ইউনিয়ন, ৪ এপ্রিল নতিপোতা, কার্পাসডাঙ্গা ও মদনা ইউনিয়ন এবং ৫ এপ্রিল হাউলী, দামুড়হুদা সদর, দর্শনা পৌরসভায় অংশগ্রহণ করেন। মিশন প্রধান তার বক্তব্যে বলেন, সকল ইউনিয়নবাসীকে মহাপবিত্র মিশ্ব ফাতেহা শরিফে দাওয়াত দেন। এছাড়া তিনি বলেন, মুসমানদের ধর্ম ইসলাম পবিত্র, রাজনীতিও পবিত্র। তাই রাজনীতিবিদদের হতে হবে মুখে মুননে পবিত্র এবং রাজনীতি তলে দিতে হবে পবিত্র মানুষের হাতে। -প্রেসবিজ্ঞিপ্তি।