দেশের প্রতি দায়বদ্ধ থেকে সেবা দিন

যশোরে ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম

 

স্টাফ রিপোর্টার: ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জয় বাংলা ধ্বনি উচ্চারণ করে আওয়ামী লীগের অনুসারী পরিচয়ে রোগী সেবায় অবহেলা সহ্য করা হবে না। আবেগী স্লোগান দিয়ে ও ফুলের মালায় বরণ করে সংবর্ধনা দিয়ে মন জয় করা যাবে না। দেশের প্রতি দায়বদ্ধ থেকে মানুষের সেবা দিতে হবে।

রোববার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে বিএমএ’র আয়োজনে ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হাসপাতালে ডাক্তার ছাড়া অন্য কারো কাছ থেকে রোগীরা সেবা নিয়ে যন্ত্রণা ভোগ করবে সেটা হবে না। দুর্ঘটনায় আহত রোগীদের ব্যান্ডেজ, প্লাস্টার, ড্রেসিং করে ওয়ার্ড বয়রা। এতে রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নানা অভিযোগ পাওয়া গেছে এসব বিষয়ে। কোন ওয়ার্ড বয় যদি ডাক্তার সেজে এমন কাজ করে তবে তার চাকরি হারাতে হবে। আবার ডাক্তার যদি ব্যান্ডেজ, প্লাস্টার করতে অপারগতা জানায় তাকে চরম মূল্য দিতে হবে।

যশোর মেডিকেল কলেজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী নাসিম বলেন, মেডিকেল কলেজের একাডেমিক ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাত্র ২২শ ফুট রাস্তা উন্নয়ন না হওয়ায় সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আগামী এক মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, আসছে জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে যশোর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী নাসিম বলেন, খালেদা জিয়া মানুষ পুড়িয়ে রাজনীতি করতে চেয়েছেন। নিরীহ মানুষ হত্যা করে মনের জ্বালা মিটিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

আসন্ন ৩টি সিটি করপোরেশন নির্বাচন হবে সবার জন্য সমান সুযোগ সুবিধা রেখেই। নির্বাচন কমিশন নিরপেক্ষ। এ সরকারের আমলে ইতঃপূর্বেও নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। সরকার কোথাও কোন হস্তক্ষেপ করেনি। এবারও হস্তক্ষেপ করা হবে না।

তিনি আরো বলেন, নির্বাচন এলেই ২০ দল নানা অভিযোগ করে। অথচ অপরাধ তারাই করছে। হরতাল অবরোধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়েছে তারা। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এর সাথে সিটি করপোরেশন নির্বাচনের কোন সম্পর্ক নেই। দুপুর আড়াইটার দিকে হাসপাতালের সভাকক্ষে সহকারী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু।

বক্তব্য রাখেন, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার দ্বীন মোহম্মদ নুরুল হক, কেন্দ্রীয় বিএমএ’র মহাসচিব প্রফেসর ডাক্তার ইকবাল আর্সলান, বিপিএমপিএ’র কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার জামাল উদ্দিন চৌধূরী, খুলনা বিএমএ’র সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম, সাবেক সিভিল সার্জন ডাক্তার আতিকুর রহমান খান ও স্বাচিপের সভাপতি ডাক্তার ইয়াকুব আলী মোল্লা।

উল্লেখিত বক্তারা যশোর স্বাস্থ্য বিভাগের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেন। যশোর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে লোকবল নিয়োগ ও বার্ন ইউনিট স্থাপনের বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাক্তার সামিউল ইসলাম সাদি, পরিচালক (মেডিকেল এডুকেশন) ডাক্তার আব্দুল হান্নান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডাক্তার আব্দুল হাই, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এএইচএম মাহবুব উল মওলা চৌধুরী, যশোরের সিভিল সার্জন ডাক্তার শাহাদাৎ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাসপাতালের মডেল সার্জারি ওয়ার্ড পরিদর্শন করেন। ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন নজরুল নামে এক রোগীর সাথে সৌজন্য কথা বলেন। এরপর তিনি হাসপাতালে পরিচালিত জন্মগত বাঁকা পায়ের চিকিৎসা প্রকল্প ওয়ার্ক ফর লাইফের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন প্রকল্পটি বাস্তায়নে আর্থিক সহায়তাকারী অস্ট্রেলিয়ান নাগরিক কলিন ম্যাকফার্লেন ও চিকিৎসা প্রদানকারী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফ।

এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটে শহরতলীর শংকরপুরস্থ হরিণার বিলে নির্মাণাধীন যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম। ভবন নির্মাণের কার্যপদ্ধতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সেখানে মন্ত্রীর সাথে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দ্বীন মোহম্মদ নুরুল হক, কেন্দ্রীয় বিএমএ’র মহাসচিব প্রফেসর ডাক্তার ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোরের ডিসি ড. হুমায়ূন কবির, এসপি আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার শাহাদাৎ হোসেনসহ গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

যশোর মেডিকেল কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম এবং ভবন নির্মাণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন অধ্যক্ষ ডাক্তার এএইচএম মাহবুব উল মওলা চৌধুরী।