যশোর পতিতা পল্লি থেকে পালিয়ে রক্ষা পাওয়া কিশোরী এখন সেল্টার হোমে

স্টাফ রিপোর্টার: বিক্রির পর যশোর পতিতালয় থেকে কৌশলে পালিয়ে রক্ষা পাওয়া ময়মনসিংহের সেই কিশোরী একটি এনজিও মাধ্যমে যশোরের একটি সেল্টার হোমে ঠাঁই পেয়েছে। এদিকে ঘটনায় জড়িত মামা নামধারী আল আমিন লাপাত্তা আর ঘর মালিক সরদার্নী ঝরণা রয়েছে পলাতক। অভিযোগ উঠেছে পুলিশ ওই ঘটনায় মামলা না নিয়ে মোটা অঙ্কের বাণিজ্য করে ঝরণাকে সরে থাকতে বলেছে।

২ এপ্রিল ময়মনসিংহের এক কিশোরীকে আল আমিন নামে তার এক মামা যশোরে কাজ দেয়ার জন্য আনে। ২ এপ্রিল বিকেলে যশোর পতিতা পল্লিতে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে সটকে পড়ে মামা নামধারী আল আমিন। এরপর মেয়েটিকে নানা বুঝ দিয়ে ঘরে দেয়ার চেষ্টা করলে সে চিৎকার দিয়ে পালিয়ে যায়। এরপর ওসি ফোর্স পাঠিয়ে কিশোরীকে উদ্ধার করেন। ওই রাতে ওই সংবাদে রাইটস যশোরের কয়েকজন কর্মকর্তা থানা থেকে কিশোরীকে জিম্মায় নিয়ে ঢাকা আহছানিয়া মিশন সেল্টার হোমে দেন। থানায় শুধু একটি জিডি হয়েছে বলে সূত্রের দাবি। এক দারোগা ঝরণার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছে বলেও অভিযোগ। ওই দারোগাই নাকি ঝরণাকে সরে থাকতে বলেছেন।