স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউপির চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। গতরাতে তিনি তার ভাংবাড়িয়াস্থ বাড়ি থেকে ঝড়ের পর মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার উদ্দেশে রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন।
আহত ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুকে প্রথমে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ও পারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ভাংবাড়িয়া ইউপির পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান। তার দুর্ঘটনায় আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। পরিবারের তরফে তার সুস্থতা কামানায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।