দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাবু সভাপতি সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

 

দর্শনা অফিস: সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আশরাফুল আলম বাবু ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা পুরাতন বাজারের লিটিল এনজেলস ইন্টারন্যাশনাল স্কুলে ভোটগ্রহণের ব্যবস্থা করে নির্বাচন পরিচালনা পর্ষদ। ৩টি কক্ষে ৫টি বুথে ২৭৫ জন ভোটারের মধ্যে ২৬৫ জনের ভোট পোল হয়েছে। দীর্ঘদিন পর এ প্রথমবার অনুষ্ঠিত হলো দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা গোপন ব্যালোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছে। সভাপতি আশরাফুল আলম বাবু (মই) প্রতীকে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি আব্দুর রাজ্জাক (পাখা) প্রতীকে ৮৮ ও সাবেক সভাপতি আব্দুল মমিন (চেয়ার) প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে রফিকুল ইসলাম (মাছ) প্রতীকে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান (মোড়গ) প্রতীকে পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সোহেল (চাঁদতারা) প্রতীকেব ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিবরিয়া আজম (ছাতা) প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট। সহসাধারণ সম্পাদক পদে আশুতোষ বিশ্বাস (হরিণ) প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সফর উদ্দিন (আনারস) প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক শাহীন (টিউবওয়েল) প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম (হারিকেন) প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট। একটি ওয়ার্ড বাদে বাকি ৪টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ১ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (টেবিল ফ্যান) প্রতীকে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল চন্দ্র সাহা (মোটরসাইকেল) প্রতীকে ২৮ ও তরিকুল ইসলাম (ডাব) প্রতীকে পেয়েছেন ৭ ভোট। এছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ ও এছাড়া ২ নং ওয়ার্ডে মোমিন শরীফ, ৩ নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৪ নং ওয়ার্ডে রাকিবুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডে আক্তার হোসেন লালু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।