আলমডাঙ্গার ভাংবাড়িয়ার ইমদাদুল হকের বিরুদ্ধে প্রবাসী দু বন্ধুর ২০ হাজার ডলার আত্মসাতের অভিযোগে

আলমডাঙ্গা ব্যুরো: প্রবাসী দু বন্ধুর ২০ হাজার ডলার আত্মসাৎ করার অভিযোগে আলমডাঙ্গার ভাংবাড়িয়ার ইমদাদুল হককে পুলিশ গতকাল আটক করলেও প্রমাণের অভাবে স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আবুল কাশেম মণ্ডলের ছেলে ইমদাদুল হক প্রায় আড়াই বছর পূর্বে লিবিয়ায় যান। গত ২০ মার্চ তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পূর্বে তার নিকট প্রবাসী দু বন্ধু ২০ হাজার ডলার দেয় তাদের আত্মীয়কে পৌঁছে দিতে। এ দু বন্ধু হলেন ভোলা জেলার বোরহান উদ্দীন উপজেলার হাসাননগর গ্রামের শাহাবুদ্দীন কাজীর ছেলে শাহাদত কাজী ও বরগুনা জেলার ব্যাতাগী উপজেলার জিলগুনিয়ার হানিফ হাওলাদারের ছেলে বাধঁন হাওলাদার। কথা ছিলো ঢাকা বিমানবন্দর থেকে বের হয়ে মোবাইলফোনে শাহাদত কাজীর মামাতো ভাই ঢাকা শহরে অবস্থানকারী নীরবের নিকট ডলারগুলো দিয়ে দেবেন। কিন্তু ইমদাদুল হক প্রতিশ্রুতি মোতাবেক তা করেননি। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা বাড়ি চলে যান। পরে ডলার ভাঙিয়ে টাকা দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি। বাধ্য হয়ে শাহাদত কাজীর ভাই গতকাল আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গতকাল ইমদাদুল হককে আটক করে থানায় আনলেও পরে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বিষয়ে থানায় স্থানীয় নেতাদের নিয়ে এক সালিস বসে। সেখানে ইমদাদুল হকের ডলার আত্মসাৎ করার বিষয়টি প্রমাণ করা সম্ভব না হওয়ায় তাকে স্থানীয় নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।