ঝিনাইদহের কালীগঞ্জে মাত্রারিক্ত নেশাদ্রব্য পানে এক ইলেককট্রিক মিস্ত্রির মৃত্যু

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত নেশাদ্রব্য পানে জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সে মারা যায়। জাহাঙ্গীর উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ইলেকট্রিক মিস্ত্রি জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে রেকটিফাইড জাতীয় নেশাদ্রব্য পান করে আসছিলো। গত বুধবার রাতে সে অতিরিক্ত নেশাদ্রব্য পান করে। বাড়িতে ফিরে সে অসুস্থ হয়ে পড়ে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে নিয়ে এলে গতকাল শুক্রবার ভোর রাতে সে মারা যায়। অনেকের ধারণা রেকটিফাইড স্পিরিট পানে তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তলপেটে পানি জমে তার মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।