মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপের কাছে ওখটস্ক সাগরে একটি রুশ মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ৫৪ জন মারা গেছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা। ডুবে যাওয়ার সময় দানিয়েল ভস্তক নামের ওই ট্রলারটিতে ১৩২ জন লোক ছিলো। এদের মধ্যে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটির ক্রুদের মধ্যে ৭৮ জন রুশ, বাকিরা লাটভিয়া, ইউক্রেইন, মিয়ানমার ও ভানুয়াতুর নাগরিক বলে জানা গেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা থেকে জানানো হয়েছে, সাগরে ভেসে থাকা শৈলশিরার সাথে সংঘর্ষে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়, এতে ট্রলারের ইঞ্জিনরুমে পানি ঢুকে ১৫ মিনিটের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। ঘটনাস্থলে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ঠাণ্ডার মধ্যে প্রায় দুডজন জাহাজ জীবিত অন্যদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে।