কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র হামলা : রক্তপাত

মাথাভাঙ্গা মনিটর: কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মুখোশ পরিহিত অস্ত্রধারীদের হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। তবে নিহতের এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমালিয়া সীমান্তের কাছে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। গারিসা শহরে ওই বিশ্ববিদ্যালয় চত্বরের কাছে অবস্থানকারী একজন পুলিশ কর্মকর্তা বলেন, রেডক্রসের একটি অ্যাম্বুলেন্সে বহন করা ১৪টি লাশ আমি গণনা করেছি। নিহতদের মধ্যে আমাদের দুজন কর্মকর্তাও রয়েছেন। তিনি আরো বলেন, ওই চত্বরে ঢোকা অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ হামলাকারীদের কয়েকজন একটি উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়ে আছে। আমাদের কেউ প্রবেশ করার চেষ্টা করলে তারা গুলি ছুঁড়ছে। এদিকে পুলিশ ও উদ্ধারকর্মীরা বলছেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করেছে। হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কেনিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ঘিরে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ছে। আর এতে করে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী প্রায়ই কেনিয়ায় হামলা চালিয়ে থাকে। গারিসাসহ সীমান্তবর্তী অন্যান্য এলাকাতেও কখনো কখনো হামলা চালায় ওই উগ্রবাদী গোষ্ঠীটি। জানা গেছে, প্রায় পাঁচজনের মুখোশ পরিহিত একটি দল বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালিয়েছে। কেনিয়ার রেডক্রস জানিয়েছে, প্রায় ৫০ জন শিক্ষার্থী নিরাপদে মুক্ত হয়েছেন। তবে অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থী এখনো আটকা পড়ে রয়েছেন।