স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাথে সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল তারা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হবে ১৯ এপ্রিল মাঠে নামবে পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে ডে-নাইট। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। আর সব ওয়ানডে ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে।
খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০ টায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ৬ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর।