ইসলামী ব্যাংক থেকে বের হওয়ার পর প্রতারকের খপ্পরে : জীবননগরে কৌশলে বৃদ্ধার সঞ্চিত অর্থ লুট!

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বৃদ্ধার সঞ্চিত অর্থ লুট হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জীবননগর ইসলামী ব্যাংক শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে প্রতারকচক্র বৃদ্ধা হালিমা খাতুনের (৬৫) শরীরের কাপড়ে মল লাগিয়ে ৮০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ব্যাংকের সিসি ক্যামারায় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে প্রতারককে শনাক্ত করছে বলে জানা গেছে।

জানা যায়, সুবলপুর গ্রামের মৃত নাজির উদ্দিন তরফদারের স্ত্রী হালিমা খাতুন (৬৫) গতকাল দুপুরে ইসলামী ব্যাংক জীবননগর শাখা থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে। উত্তলিত টাকা নিয়ে ব্যাংকের বাইরে আসার পর প্রতারকচক্র হালিমা খাতুনকে বলেন, চাচি আপনার শাড়িতে মল লেগে রয়েছে, ধুয়ে ফেলুন। প্রতারক যুবকের কথায় নিজের কাপড় দেখতে গেলে প্রতারক ওই যুবক বৃদ্ধার সহযোগিতায় এগিয়ে আসে। এ সময় সে কৌশলে বৃদ্ধার কাপড়ে মানুষের মল লাগিয়ে দেয় এবং ধুয়ে দেয়ার জন্য পাশের একটি টিউবওয়েলে নিয়ে যায়। বৃদ্ধার কাপড় পানি দিয়ে পরিষ্কার করে দেয়ার অজুহাতে প্রতারক যুবক তার নিকট থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। সারা জীবনের সঞ্চিত অর্থ মুহূর্তের মধ্যে হারিয়ে বাক রুদ্ধ হয়ে পড়েছে বৃদ্ধা হালিমা। এদিকে ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ জীবননগর থানা পুলিশ।