বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৯২/৬-আর মেন পিলারের নিকট কলাবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মালকিয়াত সিং। বর্ণিত পতাকা বৈঠকে ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে মেন পিলার ৯২/৬-আর থেকে ৯৩/৬-আর পর্যন্ত ভারতের অভ্যন্তরে কাঁচা রাস্তা মেরামতের ব্যাপারে আলোচনা হয়। এছাড়া স্পর্শকাতর এলাকাসহ মাদকদ্রব্য পাচার এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল করা এবং তারকাঁটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়।