তামাক চাষ ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার পরিহার করার আহ্বান

চুয়াডাঙ্গায় ধমপান ও তামাকবিরোধী প্রচারাভিযান উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহারের ফলে নিরব ঘাতকব্যাধি ক্যান্সার মানবদেহে বাসা বাধে। যা মানুষ প্রথম দিকে বুঝে উঠতে পারে না। যখন বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না, মৃত্যু অনিবার্য। সচেতনতার অভাবে ব্যবহার করে থাকে, আবার কখন ও জেনে বুঝেই এগুলো ব্যবহার করে থাকেন। ধূমপান করলে সেই ব্যক্তিই আক্রান্ত হয় না তার পাশে থাকা স্ত্রী, ছেলেমেয়ে ও অন্যান্য ব্যক্তিরা ও আক্রান্ত হয়ে থাকে। অপরদিকে তামাকচাষ প্রসঙ্গে তিনি বলেন, তামাকচাষে একদিকে যেমন জমির ঊর্বর শক্তি হ্রাস পায় অপরদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তামাকচাষ বন্ধ করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার পরিহার করার জন্য করার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক চত্বরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির জন্য চুয়াডাঙ্গা শহর প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা উপরোক্ত কথাগুলো বলেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক, ইলিয়াস হোসেন, কাতব আলী, রেজা আহাম্মেদ, আসমা চুমকি, সাইদুর রহমান, সাতগাড়ি বাজার কমিটির সভাপতি উজ্জ্বল হোসেন ও শান্ত।