মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের রাজধানী রিয়াদে টহল পুলিশের গাড়ি বহরে চালানো হামলায় দু জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি বা কারা এ হামলা চালিয়েছে তা চিহ্নিত করতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনী। গত রোববার রাতে একটি চলন্ত গাড়ি থেকে বন্দুকধারীরা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে দু পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন পুলিশের এক জন মুখপাত্র। ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে দশটি দেশের জোট বিমান হামলা শুরু করার পর দেশটির নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখার ভেতরই এ হামলার ঘটনা ঘটলো।