মোবাইলে সারচার্জ আরোপের আইন অনুমোদন

স্টাফ রিপোর্টার: মোবাইলফোন ব্যবহারকারীদের কাছে থেকে এক শতাংশ সারচার্জ আরোপ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মতি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন ২০১৫’র খসড়াও অনুমোদন দেয়া হয়। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভুইঞা এ কথা জানান। তিনি জানান, মোবাইল ব্যবহারের ওপর শতকরা ১ ভাগ হারে সারচার্জ আরোপ করার জন্য নতুন করে এ আইনটি করা হচ্ছে। এতে করে যে অর্থ আয় হবে সে টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে এনবিআর একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপন করে। জানা গেছে, প্রতিবছর ১৪০ কোটি টাকা সারচার্জ থেকে আদায় হবে। জাতীয় রাজস্ব বোর্ডের তফসিল অনুযায়ী এ সারচার্জ আদায় ও ধার্য করা হবে।