গাংনীতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের দাদার জরিমানা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার যুগিরগোফা গ্রামে অপ্রাপ্ত বয়স্ক নাতনির বিয়ের আয়োজন করায় কনের দাদার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কনের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল জব্বারের মেয়ে ও যুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জয়নব খাতুনের বিয়ের আয়োজন করা হয় আলমডাঙ্গার মহেশপুর গ্রামে। বিয়ের আসরে লোকজন আসতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে উপস্থিত হন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ও পুলিশের একটি টিম। এ সময় পালিয়ে যান কনের বাবা জব্বার ও পরিবারের লোকজন। পুলিশের হাতে আটক হন কনের দাদা আবু সুফিয়ান। স্থানীয় চেয়ারম্যান আইয়ুব আলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কনের দাদাকে বাল্যবিয়ে নিরোধ আইনের ৬ ধারা মোতাবেক এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে বিয়ে না দেয়ার লিখিত অঙ্গীকার নামা নেয়া হয়।