বলেশ্বরপুরে যুবলীগ কর্মীকে মারপিটের ঘটনায় মামলা করায় নেতার বাড়ি হামলা!

স্টাফ রিপোর্টার: যুবলীগ কর্মীকে মারধরের বিষয়ে মামলা করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। এ মর্মে অভিযোগ তুলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বলেশ্বরপুর ওয়ার্ড যুবলীগের সংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ তার সহকর্মীরা বলেছেন, অভিযুক্তরা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৬ মার্চ যুবলীগকর্মী বলেশ্বরপুর গ্রামের খাইরুল ইসলামের ওপর জামায়ত-শিবিরের আবুল হাসনাত, মকুল, ছল্লু, জহুরুল, মানুয়ার ও কাশেমসহ কয়েকজন হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি রেকর্ডও হয়েছে। এরই মাঝে শনিবার সকাল ৮টার দিকে আমার (ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম) বাড়িতে হামলা চালায়। আমি বাড়িতে না থাকায় আমার বাড়িতে ভাঙচুর করে। হুমকি দেয়।