মোমিনপুর রেলস্টেশনের অদূরে রেললাইনে গাছ ফেলে নাশকতার অপচেষ্টা : প্রতিরোধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর রেলস্টেশনের অদূরে আমিরপুর রেলগেটে রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। রেললাইনের ওপর গাছ ফেলার সময় আমিরপুর ও পার্শ্ববর্তী গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। গাছ ফেলে নাশকতাকারীরা দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গাছ উদ্ধার করে। রেললাইনে মোতায়েনরত আনসার-ভিডিপি সদ্যসের বিরুদ্ধে নাশকতাকারীদের সহায়তা করার অভিযোগ করেছে উত্তেজিত জনতা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর রেলস্টেশনের অদূরে আমিরপুর রেলগেটে গাছ ফেলে নাশকতার অপচেষ্টা চালায় দুষ্কৃতীরা। সংবাদ পেয়ে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। গাছ রেললাইনের ওপর থেকে সরিয়ে পুলিশে খরব দেয়া হয়। অল্পের জন্য রক্ষা পায় একটি ট্রেন। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই অহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের গুঁড়ি উদ্ধার করে দুষ্কৃতীদের আটকের অভিযানে নামে।

গতকাল রাত ৯টার আমিরপুর গ্রামের আজির বক্সের ছেলে মাহবুল (১৭), ইসমাইলের ছেলে কফিল (২৭), দাউদের ছেলে আকাশ ও টুলুর ছেলে রুমিসহ (২৮) ৫-৬ জন রেললাইনের পাশে পড়ে থাকা গাছের গুঁড়ি ও পেপে গাছ কেটে রেললাইনের ওপর ফেলে নাশকতার অপচেষ্টা চালায় বলে এলাকাবাসী অভিযোগ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুষ্কৃতদের আটক করতে থানা পুলিশের অভিযান চলছিলো।