সময় বাড়ানোর সুযোগ নেই : সিইসি

স্টাফ রিপোর্টার: বিএনপিপন্থি শত নাগরিক কমিটির ডিসিসি নির্বাচনে মনোনয়পত্র দাখিলের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। মঙ্গলবার সন্ধ্যায় সিইসি তার কার্যালয়ে নাগরিক কমিটির প্রস্তাব প্রত্যাখান করে সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। তিনি বলেন, যেহেতু শুক্র-শনি ইসি খোলা থাকবে এবং ব্যাংক খোলা থাকবে সেহেতু সময় বাড়ানোর কোনো প্রয়োজন আসে না। সিইসি বলেন, আমরা জানতে পারছি, নির্বাচন সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মনোনয়নপত্র কিনেছেন, কিনছেন। প্রার্থীদের সুবিধার জন্য শুক্র ও শনিবার ইসি খোলা থাকছে, ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছি। আমরা পর্যাপ্ত সময় দিয়েছি। বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার, যারা জেলে আছে তাদের মুক্তি এবং অবাধে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দেয়ার ব্যাপারে শত নাগরিক কমিটিকে কোনো আশ্বাস দেয়া হয়েছে কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যারা আত্মগোপনে বা জেলে আছে তাদের ব্যাপারে কোনো আশ্বাস দেইনি। আমরা কীভাবে আশ্বাস দেব। যারা কারাগারে আছেন তাদের কীভাবে মুক্তির ব্যবস্থা আমরা করবো?