দামুড়হুদার লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়মাঠে জাকজমকপূর্ণভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কনিকা সীড কোম্পানী (প্রা.) লিমিটেডের পরিচালক নূর আলম লিটন, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা কলি, সদস্য ছানোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক কাওছার আলী, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন শাহীন, ধর্মীয় শিক্ষক মহিউদ্দীন, প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভানেত্রী শামলী খাতুন প্রমুখ।

Leave a comment