ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনষ্ঠিত

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

তিনি বলেন, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিলো। লেখাপড়ার পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের ইতিহাস জানতে হবে এবং অন্যদের জানাতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক মানুষের মননের বিকাশ ও শারীরিক সক্ষমতা বাড়ায়। এজন্য সকল ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। বাল্যবিবাহ সম্পর্কে তিনি আরো বলেন, বাল্যবিবাহের ফলে নারী শিক্ষার হার কমে, মা ও শিশু মৃত্যের হার, তালাক, বহুবিবাহ, নারী নির্যাতন বৃদ্ধি পায়। ঈভটিজিং বাল্যবিবাহে প্রভাবিত করে। যেকোনো মূল্যে ঈভটিজিং প্রতিরোধ করা হবে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। সহকারী শিক্ষক লোকমান হোসেন ও শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, এসএমসি’র সদস্য আব্দুস ছাত্তার, মাসুদুর রহমান, সাইফুদ্দিন, তাহাজদ্দিন, শওকত আলী, আক্কাছ আলী, নফরকান্দি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানেফ উদ্দিন বিটোন। সহকারী শিক্ষক বাবুল আক্তারের পরিচালনায় ‘হাসির মা’ নাটক মঞ্চস্থ শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।