চিরনিদ্রায় শায়িত হলেন সাজে ডাক্তার

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা খাসকররার পরিচিত মুখ পল্লি চিকিৎসক শাহজাহান মল্লিক ওরফে সাজে ডাক্তার খাসকররা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। গতকালই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের নিশ্চিন্দিপুর গ্রামের মৃত ফটিক মল্লিকের সাত ছেলে ও তিন মেয়ের মধ্যে শাহজাহান মল্লিক ওরফে সাজে ডাক্তার ছিলেন সবার ছোট। মৃতকালে তিনি স্ত্রী, দু মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পেশায় ছিলেন পল্লি চিকিৎসক এবং খাসকররা বাজারে দীর্ঘদিন ধরে ফার্মেসি ব্যবসা করে আসছিলেন। কয়েক বছর আগে তার কিডনি রোগ ধরা পরে। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবন্নতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু খবর এলাকায় পৌঁছুলে নিকট আত্মীয়সহ এলাকাবাসী মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে তার লাশ বাড়ি পৌঁছুলে আত্মীস্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। খাসকররা বাজার কমিটির পক্ষে বিকেল সাড়ে ৪টার দিকে খাসকররা ডিগ্রি কলেজ মাঠে মহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামের ঈদগা ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সাজে ডাক্তারের মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা স্টাফ রিপোর্টার আলম আশরাফ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান ও খাসকররা ভারটেক্স স্যাটনেট নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোনায়েম হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর খাসকররা বাজার কমিটি পক্ষে মহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান।