আলমডাঙ্গার মোচাইনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মোচাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তিনি স্কুলে না এসেও প্রতিমাসে সরকারি বেতন-ভাতা তুলছেন। শিক্ষা অফিসারদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে তিনি মনগড়াভাবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, প্রধান শিক্ষক মাঝে মাঝে স্কুলে আসেন। কোনো কোনো দিন দুপুরে আসেন এবং হাজিরা খাতায় ব্যাকডেটে স্বাক্ষর করেন। তিনি স্কুলের অফিসের কাজের নাম করে ব্যক্তিগত কাজ করে বেড়ান বলে অভিযোগকারীরা জানান। এর আগে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও তাকে একই অভিযোগে ২০১০ সালে মোচাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। এখানে যোগদান করেও একই দশা বলে জানান অভিযোগকারীরা।