স্টাফ রিপোর্টার: মহেশপুরের নাটিমা পুড়াপাড়া রোডে দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মোটরসাইকেল ছিনতাই, মুক্তিপণ দিয়ে রক্ষা পেলেন বাবুল হোসেন। ঘটনাটি গত ২০ মার্চ দুপুরে নাটিমা থেকে পোড়াপাড়া বাজারে যাওয়ার পথে ভাটপাড়া ব্রিজের কাছে ৮-১০ জনের একটি সঙ্ঘবদ্ধ সশস্ত্র গ্রুপ মাইক্রোবাস দিয়ে বাবুল হোসেনের মোটর সাইকেলের গতিরোধ করে। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে তল্লাশি করে। এক পর্যায়ে তাকে মাইক্রোতে তুলে নেয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের দলের অন্য লোকজন নিয়ে চলে যায়। তারা তার কাছে থাকা ২০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে চৌগাছা থানার একটি নির্জন এলাকায় তাকে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে পরিবারের লোকজন তাদের চাহিদা মোতাবেক টাকা বিকাশ করলে শনিবার সকালে বাবুলকে মুক্তি দেয়া হয়। সে নাটিমা গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। মহেশপুর থানার ডিউটি অফিসার এসআই মতলেবুর রহমান জানান, ওসি সাহেব ছুটিতে আছেন বিষয়টি আমার জানা নেই।