চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুর রহমান নামের এক যুবককে আটক করে সদর থানা পুলিশ। গতকাল রোববার বিকেল ওই যুবকে ভ্রাম্যমাণ আদালত কারাগারে পাঠান।

জানা গেছে, নারায়গঞ্জের ভুইয়াপাড়া এলাকার কামরুল হাসানের ছেলে আব্দুর রহমান (২২) চুয়াডাঙ্গা মসজিদপাড়ার এক কলেজছাত্রীর পিছু নেয়। শহীদ হাসান চত্বরে থেকে ওই কলেজছাত্রী চুয়াডাঙ্গা সদর থানা গিয়ে অভিযোগ করে। সদর সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যবকের দু মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার ওই কলেজছাত্রীর সাথে নারায়গঞ্জের আব্দুর রহমানের মোবাইলফোনে বেশ কয়েক মাস আগে পরিচয়। মোবাইলে কথোপোকথনের এক পর্যায়ে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সাথে দেখা করতে দু দিন আগে আব্দুর রহমান চুয়াডাঙ্গায় আসে।