আলমডাঙ্গায় গাঁজাসেবনকালে একজন আটক

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা আসমানখালী-বড়গাংনী তদন্তকেন্দ্রের পুলিশ ফুলবগাদী গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ সেবনকারী আরজানকে আটক করেছে। গতকাল রোববার ফুলবগাদী গ্রামের আরজানের নিজ বাড়ি থেকে আটক করে।

জানা গেছে, উপজেলার ফুলবগাদী গ্রামের মৃত তায়েব আলীর ছেলে আরজান (৪০) দীর্ঘদিন ধরে গাঁজাসেবন করে আসছে। পুলিশ তার বাড়ি অনেকবার অভিযান চালিয়ে তাকে ধরতে পারেনি। গতকাল আসমানখালী-গাংনী তদন্তকেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আরজানকে আটক করে থানায় দেন।