মহেশপুরে একই রাতে দু বাড়িতে ডাকাতি: পৃথক ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে একই রাতে দু বাড়িতে ডাকাতি এবং পুরন্দপুর মুলডাঙ্গা পাড়া রোড নামক স্থানে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। গত শক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এলাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে গোয়ালহুদা মাঠপাড়ার তৈয়মুর রহমানের ছেলে হারুন ও খোসালের বাড়িতে ১৫-২০ জনের একদল ডাকাত রাত দেড়টার দিকে হানা দিয়ে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২২ হাজার ৫শ টাকা, ৩ ভরি সোনার অলঙ্কারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদল উভয় বাড়ির লোকজনকে মারধর করে। রাত ৩টার দিকে এএসআই আনিস হাইওয়ে ডিউটি করার সময় পুরন্দপুর গ্রামের মুলডাঙ্গা রোডের কাছে ৭-৮ জনের একদল দুষ্কৃতকারী হাফপ্যান্ট পরা দেখে পুলিশ তাদেরকে থামতে বললে তারা না থেমে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ডাকাতির বিষয়ে মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন বলেন, থানায় কেউ অভিযোগ দেননি।

Leave a comment