গাংনী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উত্তরপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভার মধ্যদিয়ে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

রাজু ব্রিকসের স্বত্বাধিকারী এনামুল ঠাণ্ডুর সভাপতিত্বে ও আনারুল ব্রিকসের স্বত্বাধিকারী আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনসারুল হক ইন্সুসহ বিভিন্ন ইটভাটার মালিকবৃন্দ। আলোচনায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে এআরবি ব্রিক্সের রোকনুজ্জামান আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক রাজু ব্রিকসের এনামুল হক ঠাণ্ডু, আরও ব্রিকসের রেজাউল হক, সিবি ব্রিকসের আক্তারুজ্জামান তুহিন ও সদস্য তানজিদ ব্রিকসের তারিক আহম্মেদ, টিএসবিসি ব্রিকসের আবুল হাশেম এবং এএসবি ব্রিকসের সরোয়ার হোসেন।

Leave a comment