জামায়াত-বিএনপির অনেকেই আটক এড়াতে আত্মগোপন

স্টাফ রিপোর্টার: লাগাতার অবরোধ আর দফায় দফায় হরতাল আহ্বান করলেও বিএনপি-জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অধিকাংশই আত্মগোপনে থাকায় তা প্রভাব ফেলছে না। গ্রেফতার এড়াতে এলাকার বহু নেতাকর্মী দীর্ঘদিন ধরে অজানা ঠিকানায় আত্মগোপনে থাকলেও তাদের ধরতে ডিবি পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

একাধিক সূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ ও আলমডাঙ্গা উপজেলার বিএনপি জামায়তসহ ২০ দলীয় জোটের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতেই শুধু নয়, আত্মীয়স্বজনের বাড়িতেও ডিবি সন্ধান চালিয়ে তাদের মেলাতে পারছে না। গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, সরোজগঞ্জের মহাম্মদ জামাল হাসান, জমির উদ্দীন, আব্দুল করিমসহ অনেকেরই খুঁজছে ডিবি। এদের ধরতে মাঝে মাঝেই অভিযান চালানো হচ্ছে। নাশকতামূলক ঘটনার সাথে জড়িত সন্দেহে এদের ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার। বিএনপি-জামায়াতের শহুরে নেতাকর্মীদেরও প্রকাশ্যে তেমন দেখা মিলছে না। আটক আতঙ্ক তাদের আন্দোলন সংগ্রাম থেকেই শুধু দূরে সরায়নি, কেউ কেউ ক্রসফায়ার আতঙ্কেও নিরুদ্দেশ।