জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধোপাখালী সীমান্তের মাধখালী ৭০/৩ এস পিলারের নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিসহ নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং ভারত থেকে মাদকদ্রব্য চোরাচালান বন্ধে ফলপ্রসু আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয়া ও ভারতের সীমানগর ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই অনুজ কুমার নেতৃত্ব প্রদান করেন।

Leave a comment