অন্যায়ের প্রতিবাদ করায় হুমকিধামকি : মামলা করায় ক্ষোভের নগ্ন প্রকাশ
স্টাফ রিপোর্টার: ছেলে শান্তর নির্মম নির্যাতনে বৃদ্ধ পিতা গুরুতর জখম হেলাল উদ্দীন জোয়ার্দ্দারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই পিতাকে মারপিট করা হয়। একের পর এক অপকর্ম ও হুমকি ধামকির প্রেক্ষিতে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের জের ধরে পিতাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফেরিঘাট রোড পাড়ার মৃত আনোয়ার হোসেন ওরফে মদন মিয়ার ছেলে হেলাল উদ্দীন জোয়ার্দ্দারের দু ছেলে। বড় ছেলে হুমায়ুন কবীর শান্ত প্রথম স্ত্রী জলিকে বাদ দিয়ে আনুমানিক দু বছর আগে ছোটছলুয়া গ্রামের রুশিয়া বেগম নামের এক যুবতীর সাথে বিয়ে করে। প্রথম স্ত্রীর দু সন্তানের মধ্যে বড় ছেলে হেমায়েত সিয়াম স্কুলছাত্র। দাদার কাছে থাকে। ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ পিতা এসব তথ্য জানিয়ে বলেছেন, কয়েকদিন আগে সিয়ামকে তার সৎ মা একটি ঘরে আটকে রাখে। তাকে উদ্ধার করতে পুলিশ ডাকতে হয়। যথাসময়ে পুলিশের সহযোগিতায় ১১ বছরের সিয়ামকে উদ্ধার করা না হলে ওর ভাগ্যে কী ঘটতো তা আল্লাহই জানে। এছাড়াও নানা ঘটনার প্রতিবাদ করলে ছেলে শান্ত একের পর এক হুমকি দিতে শুরু করে। উপায় না পেয়ে আদালতে ছেলের বিরুদ্ধেই মামলা করি। শান্ত বতর্মানে রয়েল পরিবহনে চাকরি করে। তার বিরুদ্ধে মামলায় করায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাড়িতে ঝগড়া বাধায়। এক পর্যায়ে লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করে। ছোট ছেলেসহ পরিবারের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। অভিযুক্ত ছেলের মতামত অবশ্য নেয়া সম্ভব হয়নি। যোগাযোগর চেষ্টা করেও পাওয়া যায়নি।