আলমডাঙ্গার বলেশ্বরপুরে স্বামী-স্ত্রীকে মারধর : স্বামীকে রাজশাহী রেফার্ড

স্টাফ রিপোর্টার: জমিজমা নিয়ে গণ্ডগোলের জের ধরে আলমডাঙ্গা বলেশ্বরপুর গ্রামের খাইরুল ইসলামকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। হামলা থেকে রেহাই পাননি খাইরুলের স্ত্রী শাহানাজও। গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে খাইরুলকে রাজশাহী রেফার করা হয়েছে। শাহানাজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম চুয়াডাঙ্গা সাবরেজিস্ট্রার অফিসের মহুরার। তার জমির ওপর দিয়ে ক্যানেল করে পানি নিয়ে যায় একই গ্রামের ছল্লু মিয়ার ছেলে মুকুল। এর প্রতিবাদ করেন খাইরুল ইসলাম। এ নিয়ে গত পরশু বুধবার বিকেলে গণ্ডগোল হয়। এক পর্যায়ে মকুল ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খাইরুলের ওপর হামলে পড়ে। এতে রক্তাক্ত জখম হন খাইরুল। তার স্ত্রী শাহানাজ ছুটে এলে তাকেও মারধর করা হয়। দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খাইরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শাহানাজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।