আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : এক বিধবাকে দলেচটকে হত্যার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গার পারদুর্গাপুর গ্রামের এক দরিদ্র গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই গ্রামের চৌকিদার আলম হোসেন ও তার স্ত্রী এবং তাদের কলেজপড়ুয়া মেয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে যেতে চাইলেও ঘাতকরা বহনকারী ভ্যান আটকে রাখে। গ্রামবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুরের মৃত সানোয়ার হোসেনের বিধবা স্ত্রী আমেনা খাতুনের (৫০) সাথে বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো প্রতিবেশী আলম চৌকিদারের। গতকাল সকাল ১০টার দিকে ওই বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলম চৌকিদার এবং তার স্ত্রী চায়না খাতুন ও তাদের কলেজপড়ুয়া মেয়ে জেসমিন বিধবা আমেনা খাতুনকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে নির্যাতনের শিকার আমেনা খাতুন মাটিতে পড়ে গেলে তারা তাকে উপর্যুপরি দলেচটকে হত্যার অপচেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা আমেনা খাতুনকে উদ্ধার করে। ওই সময় আমেনা খাতুন অজ্ঞান অবস্থায় শুধু বমি করছিলেন। গতকাল বিকেলে আমেনার লাশ আলমডাঙ্গা শহরে তার ভাই মসলেম উদ্দীনের বাড়িতে নেয়া হয়। রাতেই এ ঘটনায় নিহতের ছেলে আনিস আলী আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।