মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : খুলনার সাথে যোগাযোগ ১ ঘণ্টা বন্ধ

স্টাফ রিপোর্টার: যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের সড়ক ও রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিলো। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধার করা হলে এক ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়। এ নিয়ে গত দু মাসে একই স্থানে তিনবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো। যশোর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মনিরুজ্জামান জানান, খুলনা থেকে মালবাহী একটি ট্রেন দুপুরে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। বিকাল সোয়া ৪টার দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের কাছে যশোর-খুলনা মহাসড়কের রেলক্রসিং পার হয়ে এক নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ একই স্থানে ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটে বলে জানান মনিরুজ্জামান।