ঝিনাইদহে জেহাদি বইসহ দু শিবির নেতা আটক

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জেহাদি বইসহ ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী দু শিবির নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- পাশ্ববর্তী মাগুরা জেলার কাদিরপাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (২২) ও নাটোর জেলার তিলোকপুর গ্রামের আকবর হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২০)। এ সময় তাদের কাছ থেকে দু শতাধিক জেহাদি বই, চাঁদা কালেকশনের কুপণ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস থেকে শিবির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কলেজের বয়েজ হোস্টেল থেকে ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও কলেজ শাখার সাথী সিরাজুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ সময় তাদের হোস্টেলের কক্ষ থেকে দু শতাধিক জেহাদি বই, বিপুল পরিমাণ চাঁদা আদায়ের কুপণ উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছিলো। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে।

Leave a comment