স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের সাতগাড়ির ভাড়াটে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার (বলেপাড়া) ফরজ আলীর ছেলে হেলাল ৫ বছরের এক শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে। শিশুকে কামড়ে আচড়ে আহত করে সটকে পড়েছে হেলাল। গতকাল সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। লম্পট হেলাল আত্মগোপন করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।