সিস্টারকে গণধর্ষণকারীদের গ্রেফতারে সহায়তা চেয়েছেন রাজ্যপাল

মাথাভাঙ্গা মনিটর: ৭১ বছর বয়সী খ্রিস্টান সন্ন্যাসিনীকে (সিস্টার) গণধর্ষণকারীদের গ্রেফতারে জনগণের সহায়তা চেয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেএন ত্রিপাঠি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত আট জনকে আটক করেছে। এদিকে সন্ন্যাসিনীর সুস্থতা কামনা করে রোববার ভারতের বিভিন্ন রাজ্যের গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার গণধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি স্কুলের ওই সন্ন্যাসিনী গণধর্ষণের শিকার হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে চিকিৎসকেরা জানান, তার অবস্থা স্থিতিশীল। তবে, রাতের বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। রোববার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, প্রশাসন অবশ্যই দোষীদের ধরে শাস্তি দেবে। দুষ্কৃতকারীদের ধরতে জনগণ সহায়তা করবে বলে আমি আশা করি। নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ধারণা, রাতে পাঁচিল টপকে স্কুলে ঢুকেছিলো কমপক্ষে সাতজন দুষ্কৃতকারীর একটি দল। স্কুলে ঢোকার পর একমাত্র নৈশরক্ষীকে মারধর করে বেঁধে ফেলে তারা। এরপর ঢুকে পড়ে প্রশাসনিক ভবনে। সেখানে আলমারি ভেঙে তারা নগদ প্রায় ১২ লাখ রুপি, ড্রয়ারে থাকা ল্যাপটপ, ক্যামেরা লুট করে। একপর্যায়ে তারা ৭১ বছর বয়সী সন্ন্যাসিনীকে একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।