ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ৪২

 

মাথাভাঙ্গা মনিটর: রাজিলে সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে সান্টা ক্যাটারিনা রাজ্যে গত শনিবার একটি বাস নিচে গিরিখাতে পড়ে এ দুঘর্টনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ সরকারি মুখপাত্র। তিনি আরো জানান, পর্যটকবাহী বাসটিতে ৫০ আরোহী ছিলো। এটি রাতের বেলা ৪০০ মিটার (১৩০০ ফুট) নিচে একটি গিরিখাতে পড়ে যায়। এতে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়ে। উঁচু-নিচু মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।  কর্নেল নেলসন কোয়েলহো এক বিবৃতিতে বলেন, এ দুর্ঘটনায় পাহাড়ে বাসের ধ্বংসস্তূপের ভেতর মানুষ আটকা পড়েছে। এদের কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৪৩ হাজার ব্রাজিলীয় নাগরিক প্রাণ হারায়।