নারীকে পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব
বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর গিয়াস উদ্দিন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের , উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নুপূর, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, মাথাভাঙ্গার প্রতিনিধি সাংবাদিক বখতিয়ার হোসেন বকুলসহ উপজেলার ৬টি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার সংরক্ষিত নারী সদস্যগণ। কর্মশালায় প্রধান অতিথি বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন করতে নারীর সমমর্যাদা দিতে হবে। পুরুষের পাশাপাশি নারীকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ নারীকে পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব। নারীদের প্রয়োজনেই নারী উন্নয়ন ফোরাম গঠন এখন সময়ের দাবি।
উপজেলা গভার্নেন্স প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলকে (পদাধিকার বলে) সভাপতি এবং উপস্থিত সংরক্ষিত নারী সদস্যদের ভোটে নির্বাচনের মাধ্যমে পারকৃষ্ণপুর-মদনা ইউপির সংরক্ষিত ১ নং ওয়ার্ড সদস্য নিলুফা খাতুনকে সহসভাপতি, দামুড়হুদা সদর ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য তানিয়া খাতুনকে সাধারণ সম্পাদক, দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য সাবিয়া খাতুনকে কোষাধ্যক্ষ, কুড়ুলগাছি ইউপির ফাহিমা খাতুন, দর্শনা পৌরসভার বিলকিস খাতন, দামুড়হুদা ইউপির রাশিদা মমতাজ, জুড়ানপুর ইউপির নাজমিন আক্তার ও পরকৃষ্ণপুর-মদনা ইউপির রিজিয়া খাতুনকে সাধারণ সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট দামুড়হুদা উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক তত্তাবধানে ছিলেন সিএ ফয়জুল ইসলাম।