এবার বোরকা পরা মহিলা চোরচক্র শিশু সন্তানের গলা থেকে সোনার চেন বদল করে সটকালো

স্টাফ রিপোর্টার: এবার বোরকা পরা মহিলা চোরচক্রের খপ্পরে পড়ে সোনার চেন হারালো চুয়াডাঙ্গা ডিহিকৃষ্ণপুরের নাসিরের গৃহবধূ

ফুলি খাতুন। তিনি গতকাল রোববার তার ৮ বছরের শিশু সন্তান তাসিমকে নিয়ে চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালে যান। তাসিমের গলায় সোনার লকেট চেনটি ছিলো। ফুলি খাতুন রক্ত পরীক্ষার করার জন্য বসে ছিলেন। এ সময় বোরকা পরা এক মহিলা এসে পাশে বসে। কথা বলতে বলতে তাসিমের গলার চেনটি দেখে বলে এটা কোথা থেকে বানানো হয়েছে। ফুলি খাতুন জানায় আমার স্বামী বিদেশ থেকে নিয়ে এসেছে। বোরকা পরা ওই মহিলা তাসিমের গলা থেকে চেনটি হাতে নিয়ে দেখে কাছে থাকা একটি সিডিগোল্ডের চেন শিশুটির গলায় পরিয়ে দিয়ে সটকে পড়ে। কিছুক্ষণ পর ফুলি খাতুন দেখেন তার মেয়ের গলার চেনে লকেট নেই। চেন বদলানো। বোরকা পরা ওই মহিলা চেনটি বদল করে নিয়ে গেছে। মা-মেয়ে দুজনই হাসাপাতাল এলাকায় কান্নায় ভেঙে পড়েন। অনেক খুঁজেও বোরকা পরা ওই মহিলার কোনো হসিদ পাওয়া যায়নি।