সালাহ উদ্দিনকে লুকিয়ে রেখেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদ কোথায় আছেন তা বিএনপি নেত্রীই ভালো জানেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ফেরারি আসামি হয়েও সংবাদ সম্মেলন করেছেন খালেদা জিয়া। অবরুদ্ধ হলে তিনি কীভাবে সংবাদ সম্মেলন করলেন প্রশ্ন রাখেন তিনি। খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কোর্টে সমন জারি হয়েছে, সেখানে গিয়ে স্যারেন্ডার করুন, ওটাই উনার জায়গা। না হলে সরকার কোর্টের আদেশ মানতে বাধ্য। শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতাকর্মীরাই হরতাল মানছেন না, তাদের অফিস, কল-কারখানা ও অফিস খোলা থাকছে। আসলে দেশের উন্নয়ন বিএনপির পছন্দ হয় না। প্রধানমন্ত্রী বলেন, জয়কে অপহরণ করতে বিএনপি নেতাদের নির্দেশেই এফবিআইকে টাকা দেয়া হয়েছিলো। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন, ২১ আগস্টে গ্রেনেড হামলার সাথে খালেদা এবং তার ছেলে জড়িত ছিলেন এবং এখন তারা জয়ের পেছনে লেগেছেন। তাদের জন্মও অবৈধ পন্থায়। তিনি বলেন, জয়কে অপহরণে এফবিআইকে টাকা দেয়ার মাধ্যমেই প্রমাণ হয় যে, তারা রাষ্ট্রের কতো টাকা লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় আসে লুটপাট করে খাওয়ার জন্য। এজন্য দেশের উন্নতি তাদের পছন্দ হয় না।

শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধের ডাক দিয়েছেন। তার হরতাল তো তার নিজ দলের নেতারাও মানেন না। বিএনপি নেতাদের সব ব্যবসা চলছে। তারা গাড়িতে ঘুরে বেড়ান। আর বিএনপি নেত্রী নিজেকে অফিসে অবরুদ্ধ রেখে একের পর এক কর্মসূচি দিচ্ছেন। খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব আবারও প্রত্যাখান করে প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, যার হাতে মানুষ পোড়া গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে জঙ্গিনেত্রী, তার সাথে কিসের সংলাপ?