সাত উইকেটের জয় অস্ট্রেলিয়ার

মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে ২৫ ওভারে ১৩১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে অজিরা। অস্ট্রেলিয়া ইনিংসের ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে যখন ৯২ রান ঠিক সে মুহূর্তে আবার বন্ধ হয়ে যায় ম্যাচ। অবশ্য বৃষ্টির পর মাত্র ২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। গতকাল শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ ওভার ৪ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। চতুর্থ ওভারের শেষ বলে আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ (২০)। ত্রয়োদশ ওভারের শেষ বলে ফিরে যান শেন ওয়াটসন (২৪)।

খেলা বন্ধ হওয়ার এক বল আগে ৪৭ রান করে ফিরে যান অধিনায়ক মাইকেল ক্লার্ক (৪৭)।পরে ওয়ার্নার ও ফ্লকনার জুটির ঝড়ো  ৪১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এর আগে স্কটল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারেই কাইল কোয়েটজারকে হারায় স্কটল্যান্ড। এরপর পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যালাম ম্যাকলয়েড ও ম্যাট মাচান। লয়েডকে বিদায় করে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন মিচেল স্ট্যার্ক। মাচান ছাড়া আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান ভালো করতে না পারায় ১ উইকেটে ৩৬ রান থেকে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৯৫ রান। ৫৯ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। জ্যাভিয়ের ডোহার্টির বদলে দলে ফেরা প্যাটি কামিন্সের শিকারে পরিণত হওয়ার আগে ৪০ রানের ভালো একটি ইনিংস খেলেন মাচান। নবম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জস ডেভি ও মাইকেল লিস্ক। বৃষ্টির কারণে ২৫তম ওভার শেষে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে মাত্র ৪ বল স্থায়ী হয় স্কটল্যান্ডের ইনিংস। মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার স্ট্যার্ক ফিরিয়ে দেন ডেভি ও ইয়ান ওয়ার্ডলকে।