ধোনি-রায়নায় জয় পেলো ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। গতকাল শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে ধোনির দল। দলীয় ২১ রানের মাথায় দু উইকেট হারায় ভারত। আউট হন রোহিত শর্মা (১৬) এবং শেখর ধাওয়ান (৪)। রিরাট কোহলি ব্যক্তিগত ৩৮ রান এবং রাহানে ১৯ রান করে আ‌উট হলে চাপে পড়ে যায় ভারত। কেননা মাত্র ৯২ রানে ভারতের টপঅর্ডারকে গুড়িয়ে দেয় জিম্বাবুয়ের বোলাররা। তবে ক্যাপ্টেন কুল ধোনি এবং মারকুটে ব্যাটসম্যান রায়নার অপরাজিত ১৯৬ রানের জুটি ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। রায়না ১০৪ বলে ১১০ এবং ধোনি ৭৬ বলে ৮৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ২টি এবং সিকান্দার রেজা ১টি উইকেট লাভ করেন। এ ম্যাচে জিম্বাবুয়ের খেলোয়াড়দের গা ছাড়া ভাব লক্ষ্য করা গেছে ফিল্ডিঙের ক্ষেত্রে। অনেকগুলো ক্যাচ ফেলে দেয়ার কারণে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। তা না হলে ফলাফল অন্য রকমও হতে পারতো। এর আগে দিবা-রাত্রির এ ম্যাচে টস হেরে ব্যাটিঙে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বিশ্বকাপ শেষে অবসরে যাওয়ার ঘোষণা দেয়া জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর তার জীবনের শেষ ম্যাচে সেঞ্চুরি করে স্মরণীয় করে রেখেছেন। দলীয় ৩৩ রানে তিন উইকেট হারিয়ে প্রায় পথ হারিয়ে ফেলার পর জিম্বাবুয়েকে টেনে তুলেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। টেইলর ১৩৮ রান করেন। তার ইনিংসটি ছিলো ৫টি ছক্কা ও ১৫ টি চারে সাজানো। এছাড়াও উইলিয়ামস  ৫০ রান করেন।

ভারতের মোহাম্মদ সামি, উমেশ যাদব ও মোহিত শর্মা প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়েছেন। এ ম্যাচ জিতে টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো টিম ইন্ডিয়া।