ক্রীড়া প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুল জয়লাভ করেছে। ঢাকার মওলানা হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতকাল শনিবার ভি.জে স্কুল ১-০ গোলে ফরিদপুর মুসলিম হাইস্কুলকে পরাজিত করে। চুয়াডাঙ্গা হকি দলের ম্যনেজার ছিলেন মমিনুল ইসলাম ও সহকারী ম্যানেজার ছিলেন সোহেল কায়েস।