টিপ্পনী

 

খবর:(সোনা পাচারের নিরাপদ রুট জীবননগর উপজেলার সীমান্ত পয়েন্টগুলো)

আমার দেশের সোনাগুলো

দিদির দেশে যায়,

বিনিময়ে কতো মানুষ

বখরা তুলে খায়।

 

সোনার দেশের সোনা পেয়ে

দিদি ভীষণ খুশি,

আমরা সবাই ভেবে ভেবে

হাতের আঙুল চুষি।

 

দিদি খাবেন সোনার ইলিশ

আমরা পচা পুঁটি,

কিন্তু যদি জল-পানি চাই

ধরবে চেপে টুটি!

 

-আহাদ আলী মোল্লা