সাভারে নৈশকোচে আবার অগ্নিবোমা হামলা

স্টাফ রিপোর্টার: একমাস পর রাতে যাত্রীবাহী বাস চলাচল শুরুর দিনই সাভারে একটি নৈশকোচে অগ্নিবোমা ছুড়েছে অবরোধকারীরা। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সায়েম এন্টারপ্রাইজের বাসটি গেন্ডা এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা অগ্নিবোমা ছোড়ে। এতে বাসে আগুন ধরে যায়। তবে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে যান। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল ও অবরোধে প্রায় প্রতিদিনই মহাসড়কে গাড়িতে আগুন দেয়া ও অগি্নবোমা ছোড়ার মতো নাশকতার ঘটনা ঘটছে। ইতোমধ্যে প্রাণ গেছে শতাধিক মানুষের, যাদের অধিকাংশই পরিবহন শ্রমিক ও যাত্রী।

এ পরিস্থিতিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে রাত ৯টার পর নৈশকোচ চলাচল বন্ধ রাখা হয়। পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে বৃহস্পতিবার রাত থেকে আবারো নৈশকোচ চলাচল শুরু হয়।