নওগাঁয় অগ্নিবোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: নওগাঁর আত্রাই উপজেলা সদরে একটি বাড়ির গোয়ালঘর থেকে বস্তার ভেতরে কার্টনভর্তি ১২টি অগ্নিবোমা উদ্ধার করা করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে জাতআমরুল গ্রামের মৎস্যজীবী পাড়ার একটি বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে আত্রাই থানার ওসি আবদুল লতিফ খাঁন জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- সাইফুল ইসলাম (২৬), বাবুল হোসেন (২৮) ও বারেক উদ্দিন (৩০)।

ওসি লতিফ বলেন, ভোরে সাড়ে ৪টার দিকে মৎস্যজীবী পাড়ার মৃত মন্টু হোসেনের বাড়ির পাশের গোয়ালঘরের ভেতরে একটি বস্তার মধ্যে কার্টনের ভেতর অগি্নবোমাগুলো পাওয়া যায়। নাশকতা ঘটানো অথবা পূর্বশত্রুতার জের ধরে অগি্নবোমাগুলো রাখা হতে পারে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৮ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ফুলমালীর চালা গ্রাম থেকে খড়ের গাদায় লুকানো একটি কাঠের বাক্স থেকে নয়টি অগ্নিবোমা ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে ওই সময় সেখান থেকে কাউকে আটক করা হয়নি।